শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মোবাইলে মগ্ন বানরদল!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১:৩৪ পিএম

মোবাইল ছাড়া বর্তমান বিশ্বের আধুনিক এক ব্যক্তি একটা দিনও ভাবতে পারে না। এক ফোনেই হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব। তবে সম্প্রতি একদল বানরকে মোবাইলে মগ্ন থাকতে দেখা গেছে! শুনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমনটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে।

সম্প্রতি একটি ভিডিও ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অন্তত ৫টি বানরকে দেখা গেছে। এরমধ্যে মনে হচ্ছে তিনটি বানরই মোবাইলে আসক্ত!

ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ একমনে মোবাইলের দিকে চেয়ে আছে। কেউ আবার দিব্যি স্ক্রল করছে। ছবি ছুঁয়েও দেখছে। চতুর্থজনও মাঝেমধ্যে উৎসাহ দেখাচ্ছে। তবে ভিডিওটি ভারতের কোথাও থেকে ধারন করা হয়েছে কি না-সেই নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি।

এ ছাড়া ঠিক কোথায় এই ভিডিও ধারন করা হয়েছে-সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন