বৃহত্তর মেকং অঞ্চলে নতুন ২২৪টি প্রজাতির সন্ধান পেয়েছে বিশ্ব বণ্যপ্রাণী সংরক্ষণ তহবিল । এসব প্রজাতির একটি তালিকা প্রকাশ করেছে সংরক্ষক গ্রæপটি। এই তালিকায় রয়েছে চোখের চারপাশে সাদা চক্র থাকা ভৌতিক বানর, ব্যাঙ, সরীসৃপ এবং কেবল বাঁশের রস খেয়ে টিকে থাকা একটি প্রজাতিও। কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম নিয়ে গঠিত হয়েছে বৃহত্তর মেকং অঞ্চল। ডবিøউডবিøউএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন কয়েকটি প্রজাতি শনাক্ত হওয়ার আগেই এই অঞ্চলে বিলুপ্তির মুখে রয়েছে। নতুন প্রজাতির সন্ধান পাওয়ার ঘোষণা দিয়ে ডবিøউডবিøউএফ এর বৃহত্তর মেকং অঞ্চলের বণ্যপ্রাণী এবং বন্যপ্রাণী বিষয়ক অপরাধের নেতা কে. যোগানন্দ বলেন, ‘এই প্রজাতিগুলো লাখ লাখ বছরের বিবর্তনের অসাধারণ, সুন্দর ফলাফল।’ ওই কর্মকর্তা বলেন, নতুন এই প্রজাতিগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর অনেকগুলোই শনাক্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডবিøউডবিøউএফ জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল থেকে এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়ার কারণ আবাসস্থল ধ্বংস, মানুষের মাধ্যমে রোগের সূচনা এবং বণ্যপ্রাণীর অবৈধ বাণিজ্য। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন