সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২শ বা-িল ঢেউটিনের মধ্যে অনেক টিনের হদিস মিলছে না। গত ২৩ জুলাই ত্রাণের ঢেউটিন পাচার ও আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ায় গত ১ জুলাই দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলায় নদী ভাঙন, দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ৩ দফায় নগদ অর্থসহ ৫শ ২০ বা-িল ঢেউটিন বরাদ্দ দেয়। বরাদ্দকৃত টিনগুলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার নিজের ইচ্ছা মতো নামে-বেনামে বিতরণ দেখিয়ে আত্মসাৎ করার চেষ্টা করলে গত ৬ জুলাই হরিপুর ইউনিয়নের নাজিমাবাদ আলীম মাদ্রাসাসহ ৩ জায়গা থেকে পুলিশ ৭০ পিচ টিন জব্দ করে থানায় রাখেন। গত রোববার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সচিব ও উপ-পরিচালক আব্দুল মালেক টিনের ঘটনায় সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টিনের স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টার ও মাস্টার রোলসহ প্রয়োজনীয় কাগজপত্রের অনেক কিছুই দেখাতে পারেননি বলে তিনি জানান। এছাড়া ২শ বা-িল ত্রাণের ঢেউটিনের বিতরণে গড়মিল পাওয়া গেছে বলেও জানান তিনি। তদন্তকালে ইউএনও অফিসে মাস্টার রোলের ৪র্থ শ্রেণির কর্মচারী মোক্তার হোসেনের বাড়ি থেকে আরো ৩ বা-িল ঢেউটিন উদ্ধার করা হয়। টিনগুলো ইউএনও (ভারঃ) হাবিবুল আলম জব্দ করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। তিনি আরো জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে গতকাল বুধবার সকালে পিআইও’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম ছামুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন