শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ছয় জুয়াড়ি আটক

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারের শীর্ষ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোপালদী বাজারে একটি দালান থেকে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গাজীপুরার গ্রামের মৃত তারা মিয়ার ছেলে শহিদুল্লাহ, মালেকের ছেলে জামান, ও মৃত আঃ রহিমের ছেলে ফিরোজ, গোপালদী বেপাড়িপাড়ার মৃত ইউনুছ মিস্ত্রির ছেলে আনোয়ার মেকার, লক্ষিবরদীর খলিল ও উলুকান্দির সরফত আলীর ছেলে জুয়েল। তারা সবসময় দল বেঁধে জুয়াসহ বিভিন্ন অপকর্ম করে থাকেন বলে অেিনকে অভিযোগ করেছেন। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তাদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। একটি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র গোপালদী বাজারে বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে জুয়াসহ সকল ধরনের অপকর্ম করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন