করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ গ্রহণের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষক-কর্মচারিদের এক দিনের বেতন থেকে সাড়ে ১৬ লাখ টাকা প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকার নির্দিষ্ট ব্যাংক হিসাবে এ টাকা জমা করা হয়েছে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বিষয়টি নিশ্চিত জানান,এ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারিদের এক দিনের বেতন বাবদ প্রদেয় ১৬ লাখ ৫০ হাজার ১৭০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ৪ হাজার,নি¤œমাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৮ লাখ ৩৩ হাজার ৩৪২ টাকা,মাদরাসার ৪ লাখ ৩৪ হাজার ১৪৫ টাকা ও কলেজের ৩ লাখ ৭৮ হাজার ৬৮৭ টাকা ইতোমধ্যেই জমা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন