বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় মাওলানা জামিলের সঙ্গে মুসাফায় ইমরান খানের অস্বীকৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ২:০১ পিএম

করোনাভাইরাস মহামারিময় পরিবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করে দেশটির প্রশিদ্ধ আলেম মাওলানা তারিক জামিল মুসাফা (করমর্দন) করতে হাত বাড়িয়ে দেন। এসময় ডাক্তারের নিষেধাজ্ঞার কথা বলে ইমরান খান নিজ হাত বুকে রাখেন এবং মুসাফা করতে অস্বীকৃতি প্রকাশ করেন। ডেইলি পাকিস্তান, ডন
কিন্তু মুসাফা না করার এই স্থিরচিত্রটি তারিক জামিল প্রচার করেন। সম্প্রতি ওই স্থিরচিত্র নিয়ে মুখ খুলেছেন দেশটির আরেক প্রশিদ্ধ আলেম মুহাম্মাদ আলী মির্জা। তিনি বলেন, ছবিটি দেখে আমার খুব রাগ হয়েছে। আমি মাওলানা তারিক জামিলকে ফোন করে জানতে চেয়েছি, ব্যক্তিগত সাক্ষাতের এই ছবি প্রচারের কী দরকার ছিলো?
উত্তরে মাওলানা জামিল বলেন, ইমরান খান অপারগতা প্রকাশ করেছেন, তিনি জানিয়েছেন, ডাক্তাররা হাত মেলাতে নিষেধ করেছেন। মাওলানা জামিল সামনের থেকে সতর্কতা অবলম্বন করবেন বলেও জানিয়েছেন।
পাকিস্তানে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১৩০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ১১৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন