নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক (১৭) ও আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটক ওমর ফারুক কুড়িপাকুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও কুড়িপাকুরিয়া ফাজিল মাদ্রাসার আলীম পরীক্ষার্থী। আটক অপর জামায়াত কর্মী লালোর ইউনিয়নের মাদারী গ্রামের আমির আলীর ছেলে। সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিংড়া থানার উপ-পরিদর্শক আবু তাহের-এর নেতৃত্বে বুধবার রাতে বোয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করে শিবির সভাপতি ওমর ফারুককে আটক করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াত কর্মীকে তার বাড়ি থেকে আটক করা হয়। সে ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানা গেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন