মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে খন্দকার হারুন অর রশিদ (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলা বেতমোর রাজপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সাথে তার চাচাতো ভাইয়ের ছেলেদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে ওই বিরোধীয় জমিতে চাচাতো ভাই মোজ্জামেল হক চাষাবাদ করতে গেলে মুক্তিযোদ্ধা হারুন খন্দকার বাধা দেয়। এতে প্রতিপক্ষ মোজাম্মেল হক ও তার ছেলে রুবেল ক্ষিপ্ত হয়ে হারুন অর রশিদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার
মঠবাড়িয়া থানার এএসআই মো. আবুল হাসান গত বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে শফিকুল ইসলাম শফিক (৩৮) নামের মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিক পৌর শহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ডের বজলুর রহমানের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, একটি মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত আসামি শফিক দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল। বুধবার শফিক বাসায় বসে গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শফিকের বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন