শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন ৭ আগস্ট

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৬২সহ ৯৭ জন প্রার্থীকে বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ৯টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জনসহ ৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ৯৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ নির্ধারিত রয়েছে। ২৩ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হবে। আগামী ৭ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ করা হবে। ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৫২ এবং মহিলা ভোটার ৮ হাজার ৬৪৫ জন। গতবার এ পৌরসভায় ১৪ হাজার ৫৫ জন ভোটার ছিল। এবারে ৩ হাজার ১৪২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৪টি ভোট কক্ষ স্থাপন করা হবে। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত নির্বাচন গ্রহণের জন্য ৯টি ভোট কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল ব্যবস্থা থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন