বরিশালের গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের অলিল মোল্লার ছেলে সাব্বির মোল্লা (৯), হালান আকনের পুত্র ইসমাইল আকন (১০)। বিস্ফোরণে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ২ শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই গ্রামের সাব্বির মোল্লা ও ইসমাইল আকন মিলে ছাতার দন্ডের মধ্যে দিয়াশলাইয়ের (ম্যাস) বারুদ ভরে বাজি তৈরি করে। ওই বাজি প্রতিবেশী মোবারক ফকিরের বাড়িতে বসে ফোটানোর সময় হঠাৎ বিস্ফোরণে ওই ২ শিশু গুরুতর আহত হয়। এতে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছন্ন হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন