স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত ‘গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড’ কারখানার শ্রমিকদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কারখানার সুইং অপারেটর কাজল, অপারেটর সিদ্দিক, ফিনিসিং কোয়ালিটি রাজুসহ একাধিক শ্রমিক জানায়, বুধবার জুন মাসের প্রায় ১৩শ শ্রমিকের বেতন ও ওভারটাইমসহ অন্যান্য ভাতাদি পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে হাজিরা বোনাস ও ওভারটাইমের টাকা মালিকপক্ষ কম দিয়েছে এমন অভিযোগ তুলে গতকাল সকালে ওই পোশাক কারখানার সকল শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ওই কারখানার ৩০ জন শ্রমিক আহত হয়। শ্রমিকদের অভিযোগ আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলাম পুলিশ এসে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে আমাদের উপর হামলা করেছে। শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুন্ড বলেন, বেতন-ভাতা কম দেয়া হয়েছে অভিযোগ তুলে শ্রমিকরা সকালে বিক্ষোভ করে। পরে তারা সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছে। তিনি আরো বলেন, শ্রমিকরা বাহির থেকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানালা কাচ ভাংচুর করেছে। পরে কর্তৃপক্ষ শনিবার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজ না করে বাড়ি চলে যায়। এ প্রসঙ্গে গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড কারখানা মালিক নজরুল ইসলাম স্বপন দাবী করে সার্ভার সমস্যার কারণে শ্রমিকরা টাকা কম পেয়েছে। তবে শনিবার তাদের বকেয়া পরিশোধ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন