শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলবাড়ী সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় সাইফুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলীর উপস্থিতিতে জলপাইতলী বিওপির ৩০৪/১ এফ নং পিলারের নিকট বানাহার নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম সীমান্ত সংলগ্ন বানাহার গ্রামের মকলেছার রহমানের ছেলে। এই ঘটনায় নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি ইউডি মামলা দায়ের করেছে। এদিকে সাইফুল ইসলামের নিহতের ঘটনায় এলাকাবাসী বলছেন, ভারতীয় সীমান্ত বাহিনীর হাতেই সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তবে বিজিবি ও পুলিশ বলছেন, বজ্রপাতের ঘটনায় সাইফুল ইসলামের মৃত্যু হওয়ার আলামত পাওয়া গেছে। ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, রাত সাড়ে ১০টায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে উপজেলার সীমান্ত এলাকা বানাহার নামক স্থান থেকে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে নিহত সাইফুলের মাথার পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে এবং  তার কান দিয়ে রক্তপাত হতে দেখা গেছে। তার শরীর ঝলসানো ছিল। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী বলেন, বিওপির সৈন্যরা সীমান্ত টহল দেয়ার সময় রাত সাড়ে ১০টায় সাইফুল ইসলামের লাশ দেখতে পেয়ে তাকে খবর দেন। এরপর তিনি পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার সময় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোশারফ হোসেন বলেন, বুধবার দিবাগত রাত ৮টায় সাইফুল ইসলাম প্রচ- বৃষ্টির মধ্যে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাত সাড়ে ১০টায় বিজিবি খবর দেয় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপর রাত ১২টায় ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন