মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর (তেমুনিয়া)-শাহজীবাজার সড়কটি যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়কে অগণিত যাত্রী সাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। জগদীশপুর (তেমুনিয়া) থেকে শাহজীবাজার পর্যন্ত প্রায় ৮ কিমি পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে রাস্তার পিছ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার জগদীশপুর (তেমুনিয়া) ও জগদীশপুর বাজার সড়কে গর্তের সৃষ্টি হওয়ার ফলে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, জগদীশপুর (তেমুনিয়া)-শাহজীবাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ কারণে প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। মিন্টু মিয়া নামে এক চালক বলেন, ভাঙ্গা রাস্তায় গাড়ী চালাতে গিয়ে যাত্রীদের যেমন কষ্ট হয় তেমনি গাড়ী ও বিকল হয়ে পড়ে। এ সড়কে ভারী যানবাহন চলাচল হওয়ায় রাস্তার বিভিন্ন স্থান ডেবে গেছে। গত কছেশ বছর ধরে সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ নেই। এ কারণে মানুষের চলাচলের অসুবিধা আরো বেড়ে গেছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে ওই রাস্তাটি পুনঃসংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন