বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফাহিম ফ্যাশনের অর্ধশতাধিক শ্রমিক।
রোববার (১০ মে) সকাল ১০টায় শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ শুরু করলে পরে মালিকপক্ষের আশ্বাসে তা প্রত্যাহার করে নেন।
শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ কোনো কথা বলছে না। সকালে কাজে যোগদান করে তারা জানতে পারেন এপ্রিল মাসের বেতন ঈদের আগে হবে না। তাই বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, আমরা বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার আগেই তারা চলে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন