রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় আজ আবারও বিক্ষোভ করেছেন দু’টি পোশাক কারখানার কয়েকশ’ পোশাক শ্রমিক। মঙ্গলবার সকালে তারা এ বিক্ষোভ করে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে স্থানীয় দু’টি গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। মালিকপক্ষ এখন তাদের সঙ্গে আলোচনা করছে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়। গার্মেন্টস যখন বন্ধ ছিলো, সে সময়ের জন্য মালিকপক্ষ ৬০ শতাংশ বেতন দিতে রাজি হয়েছে। কিন্তু শ্রমিকরা শতভাগ বেতন দাবি করছেন। তারা বোনাসেরও দাবি করছেন।
এসব বিষয় নিয়েই মূলত শ্রমিক-মালিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন