শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে মেয়রের সশস্্র হামলা কাউন্সিলর ও যুবলীগ নেতাকর্মীসহ আহত ১০

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৫:২০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে রোব্বার সকালে পৌরসভার মেয়র রোকনুজ্জামান রুকনের সশস্্র হামলায় পৌরসভার কয়েকজন কাউন্সিলর ও যুবলীগ নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, প্যানের মেয়র মোহাম্মদ আলী, শ্্রী কালাচান পাল, জহুরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার, যুবলীগ কর্মী সাদ্দাম, নান্নু, কফিল, বাবু ও লিটনসহ অন্তত ১০জন। এ ঘটনায় তাৎক্ষনিক কাউন্সিলরগন সংবাদ সম্মেরন করে হামলার বর্ননা দেন। জানা যায়, সম্প্রতি কয়েকদিন আগে পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ মেয়রের অপকমৃ ও দুর্নিিতর বিষয়ে তাকে অনাস্থা দেয়। রোব্বার সকালে মেয়র তার নিজস্ব ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে পৌর ভবনে ঢোকার চেষ্টা করলে জনতা বাধা দেয় ও পৌর কর্মচারীরা তাদের বেতন ভাতার দাবী জানায়। এতে মেযর ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। ঐ হামলায় ১০জন আহত হয়। এদিকে পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার জানায়, আমি আমার ঠিকাদারী কাজে পৌর ভবনে গেলে মেয়র পুর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালায়। প্যানেল মেয়র মোহাম্ম্দ আলী জানায়, মেয়রের এ হামলা পুর্ব পরিকল্পিত। সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম জানায়, আমরা খবর পেয়ে পৌর ভবনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ব্যাপারে মেয়র রোকনের সাথে মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার বিবৃতি জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন