খেলনা পিস্তল মনে করে ৫ বছরের এক শিশু বড় ভাইকে গুলি করলে তাতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ির পেছনে একটি বন্দুক পড়েছিল। আর সেটা দিয়ে দুর্ঘটনাবশত বড় ভাইকে গুলি করে সে। এ ঘটনা ঘটেছে জর্জিয়ায়। নিহত শিশুটির বয়স ১২ বছর। পুলিশকে ৫ বছর বয়সী ওই শিশুটি জানিয়েছে যে, সে ওই বন্দুকটি কুড়িয়ে পেয়েছিল। সে ভেবেছিল যে, এটা একটা খেলনা। জর্জিয়ার গ্রিফিন এলাকার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, না বুঝেই শিশুটি তার ভাইয়ের বুকে গুলি করেছে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে শিশুটিকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। ওই শিশুদের এক প্রতিবেশী জানিয়েছেন, শিশুরা খুব শান্তিপূর্ণভাবেই সেখানে খেলা করছিল। তিনি বলেন, ছোট শিশুটি একটি বন্দুক খুঁজে পেয়েছিল। সে খেলছিল। খেলার মধ্যেই ব্যাং ব্যাং বলে সে গুলি চালায়। ডেইলি মেইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন