নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিমের নেতৃত্বে আ.লীগের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, ছাত্রলীগ সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, সহ-সভাপতি সুজিত শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হালদার ও সাংগঠনিক সম্পাদক রুবেল ফরাজী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন