শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন পাঁচ সন্তানের জননী মুকুল বেগম (৪০)। গত বৃহস্পতিবার লাশটির ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত মুকুল বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের পশ্চিম পাড়ার ব্যবসায়ী আবদুর রশিদের স্ত্রী। জানা গেছে, প্রায় সময় পারিবারিক বিষয় নিয়ে মুকুলের স্বামী আবদুর রশিদসহ পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করতো। গত বুধবার সকালেও তাকে স্বামী নির্যাতন করে। এরপর সবার অগোচরে সে বিষপান করে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে কুমিল্ল­া নেয়ার পথে মুকুলের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর থেকে স্বামী আবদুর রশিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন