শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভালুকায় সড়ক সংস্কারের দাবীতে অবরোধ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ভালুকা উপজেলার জামিরদিয়া নারিশ পোল্ট্রি ফার্ম এর সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গতকাল শুক্রবার দুপুরে এলাকাবাসী সংস্কারের দাবীতে বিক্ষোভ ও ওই সড়ক অবরোধ করে রাখে। ফলে রাস্তায় প্রায় শতাধিক মাল বোঝাই ট্রাক আটকা পড়ে। এলাকাবাসী জানায়, ওই সড়কের পার্শ্বে নারিশ পোল্ট্রি ফার্মের কারখানা। প্রতিদিন শত শত মাল বোঝাই ভারী ট্রাক ওই সড়ক দিয়ে নারিশের কারখানায় প্রবেশ করে। ফলে বর্তমানে সড়কটি প্রায় জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষকে বারবার সড়কটি মেরামতের জন্য অনুরোধ করা হলেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী গতকাল শুক্রবার বিক্ষোভ করে ওই সড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা জানায়, সড়ক মেরামতের জন্য প্রশাসন সহ নারিশের কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করার পরেও আমরা কোন প্রতিকার পাইনি। তাই এলাকাবাসী সড়কটি মেরামতের দাবীতে বিক্ষোভ ও অবরোধ করে। নারিশের প্রকৌশলী মোঃ মহসিন খান জানান, সড়কটি এলজিইডির হলেও মিলের প্রয়োজনে প্রায় ১২ ফুট প্রশস্তে রাস্তার জমি নারিশের। সড়ক মেরামতের দায়িত্ব এলজিইডির। তদুপরি আমাদের প্রয়োজনে সড়কটি মাঝে মধ্যে নিজ খরচে মেরামত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, ঘটনা শুনেছি। সড়ক মেরামত করা হবে এবং নারিশ যাতে ওই সড়কে ভারী যানবাহন ব্যাবহার না করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন