শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে

মরন দাস নামে ১০ বছরের এক স্কুলছাত্র নিখোঁজের ৩ দিন পর তার অর্ধগলিত লাশ গত বৃহস্পতিবার নরসিংদী থানা পুলিশ গ্রামের একটি কলা ক্ষেত থেকে উদ্ধার করেছে। নিহত স্কুলছাত্র মরন দাস রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই এলাকর মেম্বার বিজন দাসের পুত্র। জানা গেছে, মরন দাস গত সোমবার স্কুল থেকে ফিরে বাড়ী যায়্ কিছুক্ষণ পর সে বাড়ীর পাশের মাঠে খেলার কথা বলে বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পর দিন তার পিতা বিজন মেম্বার নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে গত বৃহস্পতিবার রাজাদী গ্রামের জনৈক আরজু মিয়ার কলাখেত থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ খুজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বুকে ও পেটে দুটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। গুপ্ত ঘাতকরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে কলাখেতে ফেলে রেখে চলে যায়। পার্শ্ববর্তী পলাশ থানার চরনগরদী গ্রামের জলিল মিয়ার পুত্র সুমন মিয়াকে ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকা-ের প্রকৃত কারণ জানা যায়নি। তবে এলাকার একটি মাদক চক্র বিজন দাসের বাধার কারণে অবাধে মাদক ব্যবসা করতে না পেরে তার ছেলেকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন