শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাউখালীর অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীর অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল দশা। রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাগুলোতে নি¤œমানের কাজ হওয়ায় ১/২ বছরের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অভ্যন্তরীণ সড়কগুলোতে শুধুমাত্র রিকশা চলাচল করার কথা থাকলেও প্রায়ই ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ভেঙে পাশে খাদের সৃষ্টি হয়েছে। এ ছাড়া রাস্তাগুলো এত সরু যাতে দুটি রিকশা অতিবাহিত করলে পথচারীরা চলাচল তো দূরের কথা দাঁড়ানোর জায়গাও থাকে না। অপরদিকে অভ্যন্তরীণ সড়কের দুই পাশে বসতী দোকানগুলো যে যার ইচ্ছা মতো দোকানঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করছে এবং রাস্তার দুই পাশে দোকানগুলোর সামনে স্ট্যান্ড সাইনবোর্ড দিয়ে চলাচলের পথ রুদ্ধ করে রাখছে। ব্যবসায়ীরা বিভিন্ন সময় রাস্তার ওপর মালামাল লোড-আনলোড করার ফলেও সাধারণ চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে কাউখালী টেম্পো স্ট্যান্ড থেকে কৃষি ব্যাংক সড়ক, লঞ্চঘাট হতে উপজেলা সড়ক, আশ্রম হতে সরকারি বালিকা বিদ্যালয় সড়ক, উত্তর বাজার থেকে কচুয়াকাঠী বেইলি ব্রিজ পর্যন্ত সড়ক, পুরাতন কাঠপট্টি থেকে সরকারি বালিকা বিদ্যালয় সড়ক। মোট প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা বিরাজ করছে। সড়কগুলো খারাপ থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ মোসলেম আলী জানান, আগামী অর্থবছরে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করার পরিকল্পনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন