বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় পৌর শহরসহ উপজেলার সবগুলো হাটবাজারে পানের দোকান থেকে শুরু করে জুতার দোকান পর্যন্ত বিপদজনক অবস্থায় বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। ফলে যে কোন অগ্নিকা- ও সিলিন্ডার বিষ্ফোরণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। পৌরশহরে প্রায় ২০টি দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। যার সিংহভাগই জুতার, স্টুডিও, মুদি মনোহরী ও পান বিড়ির দোকান। জানা গেছে, জ্বালানি অধিদপ্তরের আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান গ্যাস বিক্রি করবে তাদের গ্যাস বিক্রির স্থানকে সম্পূর্ণ সুরক্ষা রেখে ব্যবসায়িক কার্যক্রম চালাতে হয়। আইন অনুযায়ী গ্যাস বিক্রির স্থানে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও থাকতে হবে জ্বালানি অধিদপ্তর’র অনুমোদন। অনুসন্ধানে দেখা গেছে, এর কোনটিই নেই এই উপজেলার গ্যাস ব্যবসায়ীদের। এসব ব্যবসায়ীরা প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে অবৈধভাবে দীর্ঘ ধরে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন