শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ভাইকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদ বিক্রিতে বাধা দেয়ায় মদ বিক্রেতা ভাই অপর ভাই ভাইকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হামিদুল্লাহ জানান, তার আপন ভাই অহিদুল্লাহ উপজেলার মাহমুদাবাদসহ আশ পাশের এলাকায় মদসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। আর মদ বিক্রিতে প্রায় সময়ই বাধা দিয়ে আসছেন হামিদুল্লাহ। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায় মাদক বিক্রেতা অহিদুল্লাহ তার ভাই হামিদুল্লাহকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
মাদক দ্রব্যসহ আটক ২
রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার কাঞ্চন ও চনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার কাঞ্চন পৌরসভার বিপ্লব হাসান ও চনপাড়া এলাকার ইয়াছিন মোল্লা। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করার সময় বিপ্লবের কাছ থেকে ৩০ পিছ ও ইয়াসিন মোল্লার কাছ থেকে ২৫ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন