বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে হোমিও চিকিৎসক তৌহিদুল ইসলামের প্রেমিকা দাবী করে একই এলাকার ছবদু শেখের মেয়ে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী সেলিমা (৩০) বিয়ের দাবীতে গতকাল শুক্রবার সকল থেকে তৌহিদুলের বাড়িতে অবস্থান করে। সেলিমার পিতা ছবদু শেখ জানার পরে দুপুরে গিয়ে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে সেলিমা বলেন, গত তিন মাস ধরে তার সাথে আমার গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে। আমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তৌহিদুল এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। এ ব্যাপারে এক সন্তানের জনক তৌহিদুল সেলিমার সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। সেলিমা তার বাড়িতে রান্নাবান্নার কাজ করতো। তার কিছু প্রতিবেশী ষড়যন্ত্রমূলক ভাবে সেলিমাকে ব্যবহার করে তার সম্মানহানি ঘটাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন