সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০০ লিটার চোইল মদসহ বৃহস্পতিবার রাতে দুই জনকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে সাটুরিয়া উপজেলার র্যাইলা গ্রামের সবুর ব্যপারীর পুত্র সন্টু মিয়া (৪৮) ও ধামরাইয়ের ফুটনগড় এলাকার আবুল হোসেন এর পুত্র রবিন (৩০)। এ সময় শহিদ নামের একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জান্না এলাকায় অভিযান চালিয়ে সাটুরিয়া থানার এসআই লুতফর রহমান ১০০ লিটার চোলাইমদ জব্দ ও দুই মদ তৈরি করে বিক্রয়কারীকে আটক করে। সাটুরিয়া থানার এসআই লুতফর রহমান জানায়, আটক দুইজন ও পালিয়ে যাওয়া শহিদকে আসামী করে সাটুরিয়া খানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন