দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই গাড়ীর হেলপারসহ ২ জনের মৃত্যু হয়েছে। এতে গাড়ীর চালকসহ আরো অন্তত ২৫ জন যাত্রী আহত হন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে উপজেলার কৈপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলী-মুহিন পরিবহনের একটি বাস (সিলেট জ-১১-০০৮৬) সকালে কুষ্টিয়া থেকে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে প্রাগপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কড়ই গাছে ধাক্কা মারে। এতে গাছটি উপড়ে পড়ে এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রী পাবনা জেলার ঈশ্বরর্দী উপজেলার মিরকামারী গ্রামের হলুদ ব্যবসায়ী পলান (৪২) ও বাসের হেলপার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে বাবু (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এতে বাসের চালকসহ আহত হন কমপক্ষে ২৫ জন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন