ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে পুত্রের হাতে রমিছা বেগম নামে এক সৎ মা খুন হয়েছেন। জানা যায়, তারাকান্দার বালিখাঁ গ্রামের মৃত হরমুজ আলীর স্ত্রী রমিছা বেগমের (৬০) সাথে সতিনের পুত্র আছির উদ্দিনের চার শতাংশ ভূমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার সকালে আছির উদ্দিনের সাথে রমিছা বেগমের পুত্র জয়নাল আবেদীনের ঝগড়া হয়। এক পর্যায়ে রমিছা বেগমের উপর আছির উদ্দিন হামলা চালায়। আহত রমিছাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন