বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইন্দুরকানী‌তে এই প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১:০০ পিএম

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে এই প্রথম ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা তিনজন ক‌রোনা আক্রান্ত রোগী শনাক্ত হ‌য়ে‌ছে। শুক্রবার রাতে তিন জ‌নের ক‌রোনা প‌জি‌টিভ প্র‌তিবেদন ইন্দুরকানী‌তে এ‌সে পৌঁছায়। এ বিষ‌য়ে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের আবা‌সিক 

চি‌কিৎসক আ‌মিন উল ইসলাম বলেন, গত মঙ্গলবার উপ‌জেলার ৬ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে‌ পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয় । শুক্রবার রাতে প্রাপ্ত প্র‌তি‌বেদ‌নে ছয় জ‌নের ম‌ধ্যে তিন জ‌নের কো‌ভিড-১৯ প‌জি‌টিভ এ‌সে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থে‌কে আগত মমতাজ (৫০), রোকসানা (৩৫) তাদের বাড়ীতে আসলে, গত মঙ্গলবার এ উপজেলা থেকে ছয়জ‌নের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া নারায়নগঞ্জ থেকে আসা বেল্লাল (২৫) কোরানা আক্রান্ত হ‌য়ে‌ছেন। বেল্লাল নারায়নগঞ্জ মুজার ফ্যাক্টরিতে কাজ করতেন । বেল্লা‌লের বা‌ড়ি উপ‌জেলা সদ‌রের দ‌ক্ষিণ কালাইয়া গ্রা‌মে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ বলেন, শুক্রবার রা‌তেই বালিপাড়া ক‌রোনা আক্রান্তের বা‌ড়িসহ
স‌ন্দেহজনক এলাকা লকডাউন করা হ‌য়েছে। এছাড়া শ‌নিবার সকালে দক্ষিন কালাইয়া বেল্লালের বাড়ী এলাকায় লকডাউন করা
হ‌য়েছে। আক্রান্তের সংস্প‌র্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হ‌য়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন