ময়মনসিংহ নগরে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট পরিচালনার দায়ে চার প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।
তিনি বলেন, সীমিত আকারে দোকানপাট খোলার কথা বলা হলেও তা স্বাস্থ্যবিধির শর্ত মেনে খুলতে হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই শর্ত না মেনেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সে জন্য নগরের নতুন বাজার, সাহেব আলী রোড, সি.কে ঘোষ রোড, চরপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে রয়েল কনফেকশনারি, স্বপ্ন সুপারশপ, বাটা শো-রুমের প্রত্যেককে ২০ হাজার করে ৬০ হাজার ও মিলান মেগা মলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন