শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যে জন্য টম সেলেক ‘ম্যাগনাম, পিআই’ ছেড়েছিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

অভিনেতা টম সেলেক জানিয়েছেন তিনি ‘ত্রিমাত্রিক’ জীবন যাপন করা ইচ্ছায় তার ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যাগনাম. পিআই’ ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে ৭৫ বছর বয়সী তারকা ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত হাওয়াইয়ের পটভূমিতে প্রাইভেট ইনভেস্টিগেশন সিরিজ ‘ম্যাগনাম, পিআই’তে অভিনয় করেছে। সেলেক এখন তার স্ত্রী অভিনেত্রী জিলিকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় তাদের ভেঞ্চুরা খামারে নিভৃত জীবন যাপন করছেন। তিনি জানান তার কাছে সেই সময় খ্যাতি শ্বাসরুদ্ধ করার মত লাগছিল। “আমি মননগতভাবে জানতাম জনতার মানুষ হবার অর্থ কী, তবে এমন জীবন যাপন না করলে তা বোঝা সম্ভব নয়। আমার এক সময় অনুভূতি হয়, আমি এর উপযুক্ত নই,” একটি সাময়িকীকে সেলেক বলেন। তিনি এ ছাড়াও ‘থ্রি মেন অ্যান্ড এ বেবি’, কুইগলি ডাউন আন্ডার’, ‘মি. বেসবল’ এবং ল্যাসিটার’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। “পছন্দ করতাম না বলে, বা ক্লান্তি লাগছিল বলে আমি ‘ম্যাগনাম, পিআই’ ছাড়িনি। বরং, আমি এটি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমি একটি ত্রিমাত্রিক জীবন যাপন করতে চাইছিলাম, কারণ এমন জীবন সম্পর্কে আমি জানতাম না.” তিনি বলেন। ১৯৯০ দশক থেকে তিনি আবার অভিনয় শুরু করেন। তিনি এর পর ‘ফ্রেন্ডস’ এবং ‘ক্লোসার’ সিরিজে অভিনয় করেছেন। করোনা মহামারিতে বন্ধ হবার আগে পর্যন্ত তিনি ‌ ‘ব্লু ব্লাডস’ সিরিজে পুলিশ কমিশনার ফ্র্যাঙ্ক রেগানের ভূমিকায় অভিনয় করছিলেন; সিরিজটির দশম মৌসুম চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন