শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোপালগঞ্জে নতুন করে আরো ৪ জনের দেহে করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৯:৫২ এএম

গোপালগঞ্জে নতুন করে আরো ৪ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ । আক্রান্ত ৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।বাকী ৪২ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১ জন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ।
আজ সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২২ জন, কাশিয়ানী উপজেলায় ২১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ চিকিৎসক ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৭ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৮ জন রয়েছেন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন