শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাগরিক সুবিধা বঞ্চিত সখিপুর পৌরবাসী

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

সখিপুর পৌরসভায় বসবাসকারী লোকজন নাগরিক সুবিধা বঞ্চিত। টাঙ্গাইলের সখিপুর পৌরসভা গ শ্রেণি থেকে খ শ্রেণিতে উন্নীত হবার পরও পৌরবাসী ন্যূনতম নাগরিক সুবিধাও পাচ্ছেন না। অথচ পৌরকর নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। সখিপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে গ্যাস সাপ্লাই নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই, পর্যাপ্ত ডাস্টবিন নাই, পানি সাপ্লাই নাই, পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা নাই, স্যুয়ারেজ লাইন নাই, পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নাই, এলাকাভিত্তিক নাইটগার্ড নাই, সিসি ক্যামেরা নাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নাই, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র পোল্ট্রি ফার্ম নির্মাণ করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পৌর এলাকায় মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পৌরসভার অধিকাংশ জমি বনবিভাগের হওয়ায় জমি ক্রয়-বিক্রয়ে জটিলতা নিরসন হয়নি ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বৈধ-অবৈধ ৪৯টি করাতকল রয়েছে। যেকোন দুর্ঘটনা এড়াতে রাস্তাঘাট প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করা একেবারেই অসম্ভব। পৌরসভার নয়টি ওয়ার্ডে রাস্তাঘাট পাকা না থাকায় পৌর নাগরিকদের বাজারঘাট সহ বিভিন্ন প্রয়োজনে চলাচলে ব্যাঘাত ঘটছে। সখিপুর পৌরবাজারের পেরিফেরিভুক্ত ৬৭ শতাংশ জমির অধিকাংশই জবর-দখল হয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করার কারণে বাজারের জমি কমে গিয়ে সংকুচিত হয়ে গেছে। পর্যাপ্ত লাইটিং, নৈশপ্রহরী, সিসি ক্যামেরা না থাকায় প্রায়ঃশই সখিপুর বাজারের বিভিন্ন দোকানপাটে চুরি ডাকাতি, মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ঈদের পূর্বে সখিপুরের প্রাণকেন্দ্র কচুয়া রোডে অগ্রণী ব্যাংকের নীচতলায় তিন ভাই শাড়ি ঘর এন্ড বস্ত্রালয়ে শাটারের ৬টি তালা ভেঙে নগদ এক লাখ ৭৩ হাজার টাকা ও ছয় লাখ টাকার মালামাল লুট করে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন বাসাবাড়ির তালা, গ্রিল ভেঙে মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার অহরহ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ বলেন, কাজ করতে গেলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তবে সকলের সহযোগিতা নিয়ে পৌর নাগরিকদের সকল চাহিদা ধীরে ধীরে পূরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন