শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে বাবু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাবু শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৯ বিজিবি ব্যাটালিয়নের তেলকুপি সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল আজমতপুর গ্রামের দিক থেকে টহল দিয়ে ক্যাম্পে ফিরছিল। এ সময় তেলকুপি বাজারের কাছে পাগলা নদীর পাড়ে বাবু (২৪) ও জাহিদ (২৫) নামে দুই যুবক বসে ছিল। এ সময় বিজিবির টহল দলের টর্চের আলো দেখে তারা দু’জনই বিজিবির ভয়ে নদীতে ঝাঁপ দেয়। জাহিদ সাঁতরে কিনারাই উঠতে পারলেও বাবু নদীতে ডুবে যায়। পরে এলাকাবাসী বাবুকে রাতভর খোঁজাখুঁজির পরেও না পেয়ে গতকাল শনিবার সকালে শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে রাজশাহী থেকে উমর ফারুকের নেতৃত্বে ডুবুরি দল গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে নদী থেকে বাবুর লাশ উদ্ধার করে। এদিকে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি শুনেছেন বলে স্বীকার করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন