মৌলভীবাজার জেলা সংবাদদাতা
‘শহর গ্রামে ঐক্য গড়ুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ এই সেøাগানকে সামনে রেখে মৌলভীবাজার প্রেসক্লাব জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৌলভীবাজার টিভি জানালিষ্ট এসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজের বি এনসিসি প্লাটন মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক শাহ আবাদুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারী কলেজের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্ত, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ডাডলি ডেরিড পেন্টিসসহ বিভিন্ন সামাজিক ও সাং¯ৃ‹তিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন