পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফলদ বৃক্ষমেলা ২০১৬ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ লিয়াকত হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ শামছুদ্দীন, জাংগালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ। মেলায় ২১টি স্টল অংশ নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন