গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তরিকুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল শহরের চাঁদমারী রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরিকুল কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম জানান, চাঁদমারী রোডের এনামুল হকের নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তরিকুল। বিকেলে ভবনের তিন তলার বাইরের অংশে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন