শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শতাধিক যাত্রী নিয়ে করাচিতে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ৪:৪২ পিএম

শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তানের করাচিতে ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি আজ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই দূর্ঘটনার শিকার হয়।

বিমানটি ক্র ও যাত্রী-সহ মোট ১০০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷

দেশের ব্যস্ততম বিমানবন্দরের কাছে মডেল কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রসঙ্গত এই মডেল কলোনি জনবহুল এলাকা বলে জানা গেছে। তবে মোট হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সূত্র: ডন, টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মো. কামরুল হাসান ২২ মে, ২০২০, ৫:১৭ পিএম says : 0
বিমান উড্ডয়নের পূর্বে ভালো করে চেক করা উচিৎ।
Total Reply(0)
মো. কামরুল হাসান ২২ মে, ২০২০, ৫:১৭ পিএম says : 0
বিমান উড্ডয়নের পূর্বে ভালো করে চেক করা উচিৎ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন