শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্যামনগরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১:৪৯ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে হেলেপড়া গাছের ডাল অপসারণ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়ছে।

বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল মজিদ (৫৫) বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে টেনে আনা বিদ্যুৎ এর লাইন ঘরের পাশর্^বর্তী গাছে জড়িয়ে যাওয়ায় তিনি দা দিয়ে ঝড়ে হেলে পড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকাবহ পরিস্থিতি তৈরী হয়েছে।

বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে বুড়িগোয়ালীনিতে বেড়িবাধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি ভেসে গিয়ে এবং গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন