শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আমতলীতে ৫ দিন দলিল রেজিস্ট্রি হয়নি বিড়ম্বনায় জমির ক্রেতা-বিক্রেতা

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

আমতলী উপজেলা সাব রেজিস্ট্রার সঠিক ও শুদ্ধমতে লিখিত এবং সঠিক শুদ্ধ কাগজপত্রসহ দলিল করতে না পারায় গত ৫ দিনে আমতলীতে কোন পাবলিক দলিল রেজিস্ট্রি হয়নি। গত ১৭ জুলাই ২০১৬ তারিখ মোঃ হুমায়ুর-বিন-সিরাজ খ-কালীন সাব-রেজিস্ট্রার হিসেবে আমতলীতে যোগদান করেন। বরগুনার বেতাগী সাব-রেজিস্ট্রার অফিসে পূর্ণ দায়িত্বে থেকে সপ্তাহে রোববার ও সোমবার ২ দিন আমতলীতে দায়িত্ব পালন করার সিডিউল মোতাবেক আমতলীতে অফিস করেন। গত ১৭ জুলাই রোববার তিনি দলিল লেখকদের নিয়ে একটি মিটিংয়ে বসে সিদ্ধান্ত দেন যে, তিনি সরকারের নিয়মনীতির বাইরে কোন কাজ করবেন না। সেহেতু সঠিক শুদ্ধভাবে লিখিত দলিলের সাথে সঠিক শুদ্ধ কাগজপত্র দাখিল করতে হবে। তার এই সিদ্ধান্তের কারণে ঐ দিন ও তারপর দিন দলিল লেখকরা কোন পাবলিক দলিল দাখিল করেননি। এর ফলে জমির ক্রেতা বিক্রেতাগণ বেশ হয়রানির শিকার হচ্ছে। দলিল লেখক সমিতির সভাপতি হারুন অর রশিদের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে আলাপে তিনি জানান, আগের সাব-রেজিস্ট্রার সাহেবরা তেমন একটা করা করি করতেন না। উনি ব্যতিক্রম। উনি আগেও আমতলীতে ছিলেন। তখনও এরূপ করেছেন। উনি যতদিন আমতলীতে থাকবেন ততদিনে কি কোন দলিল রেজিস্ট্রি হবে না? এরূপ প্রশ্নের জবাবে সভাপতি বলেন, আমরা চাচ্ছি উনি চলে গেলে নতুন সাহেব কে দিয়ে দলিল রেজিস্ট্রি করবো। সাব-রেজিস্ট্রার মোঃ হুমায়ুর-বিন-সিরাজ বলেন, আমি সরকারী বিধি বিধানের পরিপন্থী কোন কাজ করতে পারবো না। আমি চাই আমার দ্বারা যেন কোন জনসাধারণ ক্ষতিগ্রস্ত না হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন