ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ত্রিশালে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নিয়ে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামীয়াতুল মোদার্রেছিন এর ত্রিশাল শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী ও অবিনাস চন্দ্র দাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন