শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রহসন মূলক মামলার মিথ্যা রায়ের প্রতিবাদে সারাদেশ ব্যাপি ছাত্র ধর্মঘটের সমর্থনে গতকাল রোববার সকাল ৯টায় খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল উত্তর এক সমাবেশ সরকারি আজমখান কমার্স কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল কাফি সখা। কমার্স কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জাবির আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ছাত্রজনতার প্রিয় নেতা জনগণের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে মোকাবেলা করবে। এছাড়া সভায় বক্তৃতা করেন, আব্দুল মান্নান মিস্ত্রি, মিজানুর রহমান বাবু, মোমশেদুল ইসলাম সজিব, গাজী শহিদুল ইসলাম, কেএম বেলাল হোসেন, মফিদুল ইসলাম সোহাগ, ওয়াহেদুজ্জামান সোহাগ, গোলাম মোস্তফা তুহিন, আনিস হায়দার, আজমল হোসেন লিটন, কে এম হেলাল হোসেন, আশিকুর রহমান অনিক, মাসুম বিল্লাহ, ইসতিয়াক আহমেদ ইস্তি, গিয়াস উদ্দিন, তানভির আহমেদ তনু, মহিউদ্দিন প্রিন্স, সাগর জমাদ্দার, খান ফয়সাল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন