গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে মিজান কাজী (৩০) নামে এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে শহরের আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে সামনে থেকে ওই সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করা করে। তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত মিজান কাজী নড়াইল জেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, ডাকাতি ও ধর্ষণসহ একধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী মিজান কাজীকে শনিবার রাতে শহরের হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নড়াইলের নড়াগাতী, বাগেরহাটের মোল্লাহাট থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মিজান কাজীকে নড়াইলের নড়াগাতী থানায় হস্তান্তর করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন