শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রণোদনার অর্থ ছাড় চেয়ে রিটের শুনানি নিয়মিত বেঞ্চে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০০ এএম

সরকার ঘোষিত প্রণোদনা চেয়ে করা রিটের শুনানি নিয়মিত আদালতে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ শেষে এ সিদ্ধান্ত দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রিটের বিষয়ে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন। পরে বলেছেন-আমরা এখন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে রুল জারি করছি না। কারণ কিছুদিন পর যখন নিয়মিত আদালত চালু হবে তখন এই রুলের নিষ্পত্তি সম্ভব নাও হতে পারে। তাই রিটটি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেন আদালত।

নারায়ণগঞ্জের তারাবো হিমেল সোয়েটার ফ্যাশনের মালিক লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেন বাদী হয়ে গত ১ জুন রিটটি করেন। রিটে ঘোষিত প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন