শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে তিন লাখ টাকা জরিমানা ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ব্রহ্মপুত্র নদ ও মির্জাপুর বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদের মির্জাপুর এলাকার করুনাখালী ঘাট থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এমন খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন অভিযান চালিয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেলাবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মো. শফিকুল, আবদুল বাতের পুত্র মো. রনি ও আবদুল খালেকের পুত্র মো. আবদুল মতিন নামের তিন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন