ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা
দাবী মোদের একটাই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের নির্মূল চাই এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীর জাতীয় করনের তালিকায় অন্তর্ভুক্ত সাইফুর রহমান মহাবিদ্যালয়ের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সাইফুর রহমান মহাবিদ্যালয়ের চত্বর থেকে তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনসহ শিক্ষক কর্মচারীরা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বণাঢ্য র্যালিটি খড়িবাড়ী বাজারও আশ পাশ এলাকায় প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সভা বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আতাউর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক খন্দকার, যুবলীগের নেতা মাহাবুব আলম, জাতীয় পাটির নেতা আবদুল আল মামুন সুজন, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রভাষক শ্রী কার্তিক চন্দ্র রায়, মিজানুর রহমান, শ্রী শংকর কুমার, শাহিনুর রহমান শাহিন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শরিফ আহাম্মেদ ও আঃ লতিফ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন