শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী এলাকায় গরীব ও অসহায় রোগীদের সেবা দিতে তিন দিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার এ ক্যাম্পের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দীন আল-ফারুক। বেসরকারি সংস্থা আশার উদ্যোগে গত রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত ওই ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও গরীব রোগীদের বিনামূলে কোমর ব্যথা, মাজা ব্যথা, কাঁধ ব্যথা, হাঁটু ব্যথাসহ নানা ধরনের রোগের চিকিৎসায় ফিজিওথেরাপী সেবা দেয়া হবে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ‘আশা’র জয়পুরহাট জেলা ব্যবস্থাপক আবতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী (তাওহীদ), পিয়ারা-ছাতিনালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সরকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন