সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে নাজমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহত নাজমা উপজেলার বরাঈদের মুন্নু আবাসন প্রকল্পের মোঃ মেহের আলী স্ত্রী। সে দুই সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গতকাল সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার বরাইদ গ্রামে মোঃ মেহের আলীর স্ত্রীর ২ সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা নাজমা আক্তার রোববার রাত থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে মুন্নু আবাসন প্রকল্পে বাড়ীর পাশে শাজনা গাছের সাথে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন