শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাভারে ফাঁকা গুলি করে বাড়িতে ডাকাতি ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টির পর এক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে হাত পা-বেঁধে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি এলাকায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি জমি ব্যবসায়ী সরোয়ার হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সরোয়ার হোসেন জানান, ভোর রাতে তার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে একদল ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে। তখন তাকে মারধর করে আহত করে অস্ত্রেরমুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে নগদ ৯ লক্ষ ৭৬ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার, চারটি ফ্যান ও মূল্যবান মালামালসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে যাওয়ার সময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা ডাকাতি নয়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার সাইদুর রহমান সুজন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ডাকাতরা ওয়ার্ড আ.লীগ নেতা সরোয়ার হোসেনকে মারধর করে ঘরে আটকে রখে সমস্ত মালামাল নিয়ে গেছে। তবে ঘটনার সময় তিনি একাই বাড়িতে ছিলেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন