ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা
ইসলামপুরে উপবৃত্তির টাকা না পেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার কান্দারচর ফকির পাড়া এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থী অভিভাবকরা। গত রোববার উপজেলা সদরে এসে দিনভর অপেক্ষা করে টাকা না পেয়ে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এক পর্যায়ে পরিষদের সামনে অবস্থান নিয়ে টাকা না পাওয়া পর্যন্ত বাড়ী ফিরে যাবে না বলে জানান। জানা যায়, গত ১৯ জুলাই লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই মাদরাসার সুবিধাভোগীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণের কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির কারণে ওইদিন কেন্দ্রে টাকা পাঠানো হয়নি। ফলে দিনভর কষ্ট করে খালি হাতে বাড়ী ফিরতে হয়েছে তাদের। গত রোববারও তাদের মাঝে টাকা বিতরণ করার কথা বলে ২০ কিলোমিটার পথ পারি দিয়ে ২ শতাধিক নারী-পুরুষকে উপজেলা পরিষদে আনা হয়। কিন্তু রহস্যজনক কারণে তাদের টাকা দেওয়া হয়নি। ফলে উত্তেজিত নারী-পুরুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা টাকা না পাওয়া পর্যন্ত উপজেলা পরিষদের সামনে অবস্থান করেন। ভুক্তভোগীরা এজন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদকে দায়ী করেছেন। তাদের অভিযোগ ৩০০ টাকার উপবৃত্তির জন্য দুইদিনে ২০০ টাকা খরচ করে বারবার খালি হাতে ফিরতে হচ্ছে। এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অপরদিকে যমুনার তীরবর্তী বন্যা কবলিত এলাকার সাপধরী, চিনাডুলী ও দক্ষিণ চিনাডুলী এবতেদায়ী মাদরাসার ৪ শতাধিক শিক্ষার্থী অভিবাবকও উপবৃত্তির টাকা না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন